নাশকতার মামলায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ার গ্রেফতার






jjjযশোরের বাঘারপাড়া থানার নাশকতার মামলার আসামি মনিরুজ্জামানকে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংক বাঘারপাড়া শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সে ওই নাশকতা মামলার চার্জশিটভুক্ত একজন আসামি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি মনির হোসেন বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ওসি জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে বাঘারপাড়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালে ৩১ অক্টোবর বাঘারপাড়া থানার পুলিশ ১৬৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলায় ১০৯ নম্বর আসামি মনিরুজ্জামান। ২০১৯ সালের ৩১ মে তদন্ত কর্মকর্তা ১৬৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংক বাঘারপাড়া শাখার ব্যবস্থাপক পলাশ মাহমুদ জানান, মনিরুজ্জামান অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। তবে গ্রেফতারের বিষয়টি তিনি জানেন না। তবে তার নামে একটি মামলার কথা শুনেছেন তিনি।