বাগেরহাটে আটকে পড়া ১৪ নাবিক উদ্ধার

Bagerhat-Sailor-Photoবাগেরহাটে ইউরিয়া সার বোঝাই আটকে পড়া গ্রাউন্ডেড লাইটার জাহাজ থেকে ১৪ জন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শরণখোলা উপজেলার মেহের আলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- গোপালগঞ্জের জামাল হোসেন, নড়াইলের উজ্জল হোসেন, সালমান মোল্লা, হারূন মোল্লা, হাসান শেখ, মাকিবুল ইসলাম, মানিক হোসেন, ইমাম হোসেন, কিশোরগঞ্জের আরাফাত হোসেন, চট্টগ্রামের শাহাদাত হোসেন, ফেনীর জাহাঙ্গীর, ফরিদপুরের রবিন শেখ, মাদারীপুরের রাকিবুল ইসলাম ও মুন্সিগঞ্জের আরিফ হোসেন।

কোস্ট গার্ডের গোয়েন্দা কর্মকতা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ১৪ জন ক্রু ও ৯শ ৫০ টন ইউরিয়া সারসহ লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ ডুবোচরে আটকে পড়ে। খবর পাওয়ার পর কোস্ট গার্ডের স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল শুক্রবার সকালে ১৪ জন ক্রুকে উদ্ধার করে। তাদের জাহাজের মালিক পক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

ইমতিয়াজ আলম আরও জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।