যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত তিন

যশোরযশোরে গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটসলুয়া গ্রামের শাহাবুর মিয়া (৪৫), যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের মহিউদ্দিন (৫০) ও চৌগাছা উপজেলার মডেল প্রাইমারি স্কুলপাড়া এলাকার রাহুল হোসেন নান্নু (১৪)।
এছাড়া আহত হয়েছেন- পিকআপভ্যান চালক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিপ্লব হোসেন (২০) ও একই এলাকার গাড়ির হেলপার বাদশা (২০)।
নিহতদের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী শাহাবুর মিয়া একটি পিকআপে যশোর সদরের রাজারহাট এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। ওইসময় চালক বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে আঘাত করে। এতে পিকআপে থাকা শাহাবুর মিয়া ঘটনাস্থলেই মারা যান। চালক পালিয়ে গেছেন। স্থানীয়রা বুধবার ভোরে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে, বুধবার ভোরে নৈশপ্রহরী মহিউদ্দিন যশোর শহরের নিউমার্কেট এলাকা থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যশোর-মাগুরা সড়কের মান্দারতলা এলাকায় পৌঁছালে একটি কার্গোভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তিনিও ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয়রা তার মরদেহ হাসপাতালে আনে।
অন্যদিকে মঙ্গলবার দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে মারা যায় স্কুলছাত্র রাহুল হোসেন নান্নু। সে যশোরের চৌগাছা পৌর এলাকার বাসিন্দা প্রবাসী শাহজামালের ছেলে এবং হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এদিকে, বুধবার ভোরে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান মণিরামপুর যাওয়ার পথে সতীঘাটা এলাকায় গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে চালক বিপ্লব ও হেলপার বাদশা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর দুর্ঘটনায় আহত গাড়িচালক ও হেলপারের অবস্থা গুরুতর।