‘ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’

Bagerhat Photo‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানে বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেস ক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে পুরাতন জেলাখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের  হয়ে। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

পরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমডি মোজাফফর হোসেনসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।

এদিকে শরণখোলা ও মোংলা উপজেলায় পৃথকভাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন সুন্দরবন দিবসটি পালন করে আসছে।