ব্যতিক্রমী রায়ে আসামির শাস্তি বই পড়া, গাছ লাগানো!

আদালতমাগুরার মুখ্য বিচারিক আদালতের বিচারক জিয়াউর রহমান ব্যতিক্রমী এক রায় দিয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে সহিংসতার ঘটনায় আসামি ইব্রাহিম হোসেনকে (৩০) শাস্তি হিসেবে পড়তে হবে বই, লাগাতে হবে গাছ। সোমবার (৩ মার্চ) বিকালে এই রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আমীর আলী বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে হরেকৃষ্ণপুর গ্রামের সায়লা আক্তার নামে এক নারী আহত হন। এ ঘটনায় সায়লার ছেলে রকি মোহাম্মদপুর থানায় একই গ্রামের ইব্রাহিম, কামাল,চায়না বেগমকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অব্যাহতি পান চায়না ও কামাল। অন্যদিকে ৬ মাসের কারাদণ্ড ভোগের পরিবর্তে সংশোধনের জন্য ইব্রাহিমকে দণ্ডবিধির ৩২৪ ধারার পরিবর্তে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এক বছর সময়ের জন্য ৭টি শর্তে প্রবেশন মঞ্জুর করা হয়।’

এই প্রবেশনকালীন সাতটি শর্তের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ওপর দুটি বই পড়তে হবে। জাহানারা ইমামের একাত্তরের দিনগুলো ও একাত্তরের চিঠিসহ ইসলাম ও নৈতিকতার ওপর আরও দুটি বই পড়তে হবে তাকে। দেখতে হবে আগুনের পরশমনি সিনেমাটি। এছাড়া দুইটি বনজ ও তিনটি ফলজ গাছ লাগাতে হবে।

আসামি ইব্রাহিম প্রবেশনের কোনও শর্ত ভঙ্গ করলে তার প্রবেশন আদেশ বাতিল করা হবে। ভোগ করতে হবে ৬ মাসের কারাদণ্ড। প্রবেশনার কর্মকর্তা প্রতি তিন মাস পর পর আদালতে রিপোর্ট দিবেন।mfos