মাহফিলের আয়োজন করায় জরিমানা

জরিমানাসরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজন করায় দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সবধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। ওই আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করে মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ির কিছু মানুষ। সংবাদ পেয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে গিয়ে মাহফিলে শতাধিক মানুষের জমায়েত দেখতে পায়। পাশাপাশি তথ্য প্রমাণের ভিত্তিতে ওই গ্রামের আকাশ রহমান ও সাদ্দাম হোসেনকে এ পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।  পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করা হয়।

আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় এ  অভিযান চালাচ্ছে। তারা একইসঙ্গে বাজার তদারকি, জনসচেতনতা, গণজমায়েত বন্ধের পরামর্শ ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে বলছে।