করোনার কারণে ইমিগ্রেশনে আটকা ১৫০ ভারতীয়

benapole indian pasport passenger picture -----------24-03-2020ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন নিজ দেশের নাগরিকদের প্রবেশে বাধা দেওয়ায় ১৫০ জন ভারতীয় বেনাপোল ইমগ্রেশনে আটকা পড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

বেনাপোল ইমিগ্রেশন জানায়, সকালে ১৫০ জন ভারতীয় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসে। খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেন কোনও ভাবেই ওই ভারতীয়দের এখন ফেরত নেওয়া হবে না। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন তারা। কারণ তাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে বের হওয়ার (এক্সিট) সিল মারা হয়েছে। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। কিন্তু কী কারণে দেশে ফিরতে পারবেন না, কর্তৃপক্ষ জানায়নি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ‘করোনাভাইরাসের কারণে ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। সে কারণ দেখিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ওই যাত্রীদের গ্রহণ করেনি।’