রাইস মিলের গুদাম থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ

চাতালের গুদামে সরকারি চালযশোরের মণিরামপুরের একটি রাইস মিলের গুদাম থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে পৌর এলাকার বিজয়রামপুরের ভাইভাই রাইস মিলের গুদাম থেকে পুলিশের সহায়তায় ওই চাল ও একটি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ।

এ সময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিকালে খবর পাই, বিজয়রামপুরে মামুনের চাতালে ইউএনও এবং পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছেন। সেখান থেকে সরকারি চাল জব্দ করা হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে শুনতে পাই, মামুনসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এই চাল কিনে গুদামজাত করেছেন। এরপর প্রশাসনের লোকজন এসে ওই চাল জব্দ করে।'

জব্দ করা ট্রাকতিনি আরও বলেন, 'সরকারি এই চাল বিক্রির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, খাদ্য কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে। তদন্ত করলে সবার মুখোস উন্মোচিত হবে।'

রাইস মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, তারা তিন জন চাতাল ব্যবসায়ী ৩০ টাকা দরের ৩৭ মেট্রিক টন চাল খাদ্য গুদাম থেকে কিনেছেন। আজ তিনি ১৬ মেট্রিক টন (৫৫৫ বস্তা) চাল ট্রাকে করে গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সেগুলো জব্দ করা হয়েছে। 

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, 'আমরা চালভর্তি ট্রাকসহ রাইস মিলের মালিক আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।'

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, 'বিজয়রামপুরে একটি রাইস মিলের ট্রাক থেকে সরকারি চাল আনলোড করা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। পরে ওই ট্রাক ও চাতাল থেকে ৫৪৯ বস্তা চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদফতরের সিল মারা রয়েছে।'