মাগুরায় ৪ জন আইসোলেশনে, বাজার ও চারটি বাড়ি লকডাউন

মাগুরামাগুরা শহরের পুরাতন বাজারের একটি বাড়িতে একই পরিবারের ৪ সদস্যকে করোনা সন্দেহে আইসোলেশনে নেওয়া হয়েছে। এরপর সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে প্রশাসন বাজারের চাউল পট্টি, সোনা পট্টি এবং ওই বাড়িটিসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করেছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, চাল বাজারের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এক ব্যাংক কর্মকর্তা থাকেন। তিনি নোয়াখালীর চৌমুহনী শাখায় ব্যাংকে কর্মরত। ১২ দিন আগে কর্মস্থল থেকে তিনি মাগুরায় ওই ফ্ল্যাটে এসে জ্বরে আক্রান্ত হন। সঙ্গে বমি, মাথা ব্যথার উপসর্গ আছে। স্থানীয়ভাবে গত কয়েকদিন তিনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু অবস্থা অপরিবর্তিত থাকে এবং একই পরিবারের অপর দুই সদস্য জ্বরে আক্রান্ত হয়। এ অবস্থায় ওই বাড়ির অন্য ফ্ল্যাটের সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে স্বাস্থ্য বিভাগ ওই বাড়ির চার জনকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেয়। পাশাপাশি ওই বাড়িসহ আশপাশের চারটি বাড়ি, চাউল পট্টি ও সোনা পট্টি লকডাউন করা হয়।