গরিবের চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ চার জন কারাগারে

আদালতে আসামিরা১০ টাকা কেজি দরের ওএমএসের চাল আত্মসাতের মামলায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসসহ চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের আদালতে আসামিরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন—কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চাউলের ডিলার মন্টু হোসেন এবং এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৪ নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীরা যোগসাজশে বিগত চার বছর ধরে গরিব দুস্থদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল উত্তোলন ও আত্মসাৎ করেছেন। এই সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার আদালতের দৃষ্টিগোচর হয়।

পরে কুষ্টিয়ার সিনিয়র বিচারিক হাকিম সেলিনা খাতুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে আদেশ দেন।

কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী কৌসুলি (এপিপি) সুমিত্রা বিশ্বাস জানান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরিব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্দ ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাতে প্রেরণের আদেশ দেন। ইতোপূর্বে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।