করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় আটকা

করোনা সনদ ছাড়া ভারত ফেরত যাত্রীপররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারির পর করোনার নেগেটিভ সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভারত ফেরত শতাধিক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) যারা ভারত থেকে করোনার নেগেটিভ সনদ আনেননি তারাই বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে, তাদের করোনা সনদ লাগবে-এমন একটি চিঠি মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাতে পেয়েছি। সেই আদেশ আজ থেকে চালু হয়েছে। যারা সনদ না নিয়ে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, সকাল থেকে প্রায় শতাধিক যাত্রী ভারত থেকে ফেরে করোনার নেগেটিভ সনদ ছাড়াই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত দেবেন।