কুষ্টিয়া শহরে উত্তেজনা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

Kushtia BNP Offবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কুষ্টিয়ায়। শনিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু অভিযোগ করেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ জানান, দুপুরে কার্যালয়ে বৈঠকের পর বেলা তিনটার দিকে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে বাড়ি যায়। কার্যালয় খোলা ছিল, সেখানে শুধু একজন পিয়ন ছিলেন। বিকাল পাঁচটার দিকে জানতে পারেন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।

তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনও এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার ভাস্ক০র্য চত্বরে বিক্ষোভ করে জেলা শ্রমিক লীগের নেতারা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙলো কারা?