বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: এবার দুই ছাত্রের জবানবন্দি

aa

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতার দুই মাদ্রাসা শিক্ষক জবানবন্দি দেওয়ার একদিন পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে দুই ছাত্র। রবিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি দেওয়া দুই ছাত্র হলো- কুষ্টিয়া শহরের জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনি মাসউদ (রা.) মাদ্রাসার ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদ। এর আগে রবিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, এই মামলায় গ্রেফতার চার জনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা এবং দণ্ডবিধির ৪২৭/৩৪ ধারার মামলায় আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। ৮ ডিসেম্বর রিমান্ড শুনানি শেষে মাদ্রাসার দুই ছাত্রের পাঁচ দিন এবং দুই শিক্ষকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তিনি আরও জানান, এদের মধ্যে চার দিনের রিমান্ড শেষে শনিবার কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের খাস কামরায় একই মাদ্রাসার দুই শিক্ষক যথাক্রমে মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমীন (২৭) এবং পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে মো. ইউসুফ আলী (২৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর একদিন পর তাদের দুই ছাত্র আদালতে জবানবন্দি দিলো।

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই ভাস্কর্য ভাঙার ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন মামলা করেন।

 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: আদালতে দুই মাদ্রাসাশিক্ষকের জবানবন্দি