বাল্যবিয়ে প্রতিরোধে প্রত্যয়ী কিশোরীরা পেলো বাইসাইকেল

মেয়েদের মাঝে বাইসাইকেল বিতরণমাগুরা সদরের ১৩টি ইউনিয়নের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫৯ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ‘১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়’—এই স্লোগানে বাল্যবিবাহ প্রতিরোধে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৯) এই বাইসাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সামছুজ্জোহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।

এলজিএসপি-৩ প্রকল্পের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শিমু আক্তার বলে, ‘স্কুল আমার বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, ঠিক সময় ক্লাসে পৌঁছাতে পারতাম না। সাইকেলটা পাওয়ায় এখন সঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারবো। লেখা পড়ায় ভালো ফল করতে পারবো বলে আশা করি।’

লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সামিরা খাতুনসহ অনেকেই নতুন এ বাইসাইকেল পেয়ে খুবই উচ্ছ্বসিত। তারা জানায়, এটি পাওয়ায় তাদের নিয়মিত স্কুলে যাতায়াত সহজ হবে, ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি “১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়” এই স্লোগান প্রচারসহ বাল্যবিয়ে প্রতিরোধে তারা ভূমিকা রাখতে পারবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়েমুক্ত করতে এবং মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধ করতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এর আগেও সদর উপজেলায় আমরা মেয়েদের মাঝে সাইকেল বিতরণ করেছি। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় আমরা যে ৩৫৯টি সাইকেল বিতরণ করছি, তার বাজার মূল্য ২৭ লাখ ৫৪ হাজার টাকা।’