ভোট শেষ হওয়ার আগেই করোনায় বিএনপি প্রার্থীর মৃত্যু

চালনায় বিএনপির প্রার্থী আবুল খয়ের খান নির্বাচনের দিন করোনায় মারা যান।

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে ভোটের দিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খান (৬০) এর মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে ওই পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তার মৃত্যুর খবর আসে।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশনে বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির ওই প্রার্থীর পিতার নাম মৃত আইজ উদ্দিন খান। তিনি চালনা এলাকার বাসিন্দা ।

খুমেক হাসপাতালের চিকিৎসক ফরিদ হোসেন জানান, করোনা পজেটিভ হয়ে এখানে চিকিৎসাধীন ছিলেন আবুল খায়ের খান। গত ২৩ ডিসেম্বর বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।