ধৃষ্টতাপূর্ণ বক্তবের জবাব দিতে হবে: নিতাই রায় চৌধুরী

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, 'এরা বিএনপিকে মৌলবাদী, স্বাধীনতার চেতনাবিরোধী এমনকি স্বাধীনতার বিপক্ষের শক্তি বলতে কুণ্ঠাবোধ করে না। ওই অপশক্তি মহান স্বাধীনতাযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে পাকিস্তানের চর কিংবা রাজাকার বলার মতো ধৃষ্টতাও দেখিয়েছে। প্রতিপক্ষের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জবাব আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই দিতে হবে।'

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে দলের খুলনা বিভাগীয় কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমরা স্বাধীনতাযুদ্ধের বীরমুক্তিযোদ্ধাদের উত্তরসুরী। যারা ইতিহাস সৃষ্টি করেছেন, তাদের সেই বীরত্বগাথা তৃণমূলে পৌঁছে দেওয়ার কাজ আমাদের করতে হবে।'

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির খুলনা বিভাগের সদস্য সচিব নজরুল ইসলাম মনজু, সদস্য অধ্যাপক নারগিস বেগম, বিএনপির কেন্দ্রীয় নেতা মসিউর রহমান, অনিন্দ্য ইসলাম অমিতসহ সমন্বয় কমিটির ৪২ সদস্য।