শৈলকুপায় পৌর নির্বাচন: এবার কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে সংঘাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত হোসেন বল্টু (৫০) নিহতের ৫ ঘণ্টা পর একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কবিরপুর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু রাতে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে প্রচারণা চালাতে যান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি মার্কার আলমগীর খান বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে উদ্ধার করা হয়েছে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ। নদীর ভেতরে দাঁড়ানো অবস্থায় ছিল তার মৃতদেহটি। কীভাবে মৃত্যু হয়েছে এই কাউন্সিলর প্রার্থীর তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পর মুত্যুর কারণ জানা যাবে বলে জানান শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম।

এদিকে পর পর দুটি মৃত্যুর ঘটনায় শৈলকুপা পৌরসভার নাগরিক ও ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সংর্ঘষ এড়াতে পৌর এলাকার সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।