কুষ্টিয়ায় তিনটিতে আ.লীগ, একটিতে জাসদ বিজয়ী

দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব পৌরসভায় টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীকে ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশিরুল আলম চাঁদ বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।
মিরপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের এনামুল হক নৌকা প্রতীকে ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান আরিফ পেয়েছেন দুই হাজার ৫৪৭ ভোট।
কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ নৌকা প্রতীকে ১০ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনিসুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৬ ভোট।
এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল প্রতীক নিয়ে ৮হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা প্রার্থী নৌকাকে পেয়েছেন ৫হাজার ৬১৩ ভোট।