শরণখোলায় বাঘের চামড়াসহ পাচারকারী আটক

বাগেরহাটের শরণখোলায় র‌্যাব ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে একটি বাঘের চামড়াসহ গাউস ফকির (৫২) নামের এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শরণখোলা উপজেলা সদরের রাজৈর গ্রামের জলিলের ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া চামড়া ও পাচারকারীকে ওই রাতেই র‌্যাব-৮ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক গাউস ফকির উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রশিদ ফকিরের ছেলে।

বন বিভাগ সূত্র জানায়, শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে গত চার দিন ধরে আটক পাচারকারীকে অনুসরণ করতে থাকে। এরপর সোর্সের মাধ্যমে চামড়াটি ১৩ লাখ টাকায় ক্রয় করার চুক্তি করে ফাঁদ পাতেন বনরক্ষীরা। ওই ফাঁদে পাঁ দেয় বাঘ শিকারি গাউস ফকির। একপর্যায়ে সে চামড়া নিয়ে আসার কথা জানালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন রক্ষীদের একটি দল ও র‌্যাব-৮ এর একটি দল আগে থেকে ওই এলাকায় ওত পেতে থাকে। রেঞ্জ কর্মকর্তা ১৩ লাখ টাকা নিয়ে হাজির হলে গাউস ফকিরও বাঘের চামড়া নিয়ে হাজির হয়। এ সময় চারদিক থেকে ঘিরে ফেলে তাকে চামড়াসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে বুধবার (২০ জানুয়ারি) সকালে র‌্যাব ও বন বিভাগ যৌথ ব্রিফ করবে।