খুলনা অঞ্চলে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৩৭৫৫ জন

করোনার টিকাদান কার্যক্রমের দ্বিতীয়  দিনে খুলনা অঞ্চলে  তিন হাজার ৭৫৫ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৮৪ জন ও নারী ৮৭১ জন। প্রথম দিনে খুলনা অঞ্চলে টিকা গ্রহণ করেন ২ হাজার ১০৪ জন। তাদের মধ্যে  ১ এক হাজার ৯৬২ জন পুরুষ  ও  ৬১৬ জন নারী টিকা নেন। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় দ্বিতীয় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ১২৯০ জন। এদের মধ্যে পুরুষ ৯৪৮ জন ও নারী ৩৪২ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,‘বাগেরহাটে দ্বিতীয় দিন সোমবার টিকা গ্রহণ করেছেন ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ৭৭০ জন ও  ১৮১ জন নারী রয়েছেন।’

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত জানান,তার জেলায় দ্বিতীয় দিনে ৩২৩ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ২৫৬ জন ও নারী ৬৭ জন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘সোমবার দ্বিতীয়  দিন এখানে ৬৭৭ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৫৩৫ জন ও নারী ১৪৩ জন।

নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন এখানে ২২১ জন পুরুষ ও ৮২ জন নারীসহ মোট ২৯৩ জন টিকা গ্রহণ নিয়েছেন। 

মাগুরার সিভিল সার্জন ডা, শহিদুল্লাহ দেওয়ান জানান, তার জেলায় দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেছেন ২২১ জন। এর মধ্যে পুরুষ ১৬৪ জন ও নারী ৫৭ জন।