মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

মোংলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে তিন দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)) সন্ধ্যা সাড়ে ছয়টায় মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  মেলার  উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক  উপমন্ত্রী  হাবিবুন নাহার।

মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে এই মেলায় ২০টি স্টল রয়েছে। কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।শুকবার সন্ধ্যার পর মোংলা সাহিত্য পরিষদের উদ্যোগে কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ ‘একুশের বইয়ের’ মোড়ক উম্মচন করা হয়।

মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,মহিলা আ. লীগ নেত্রী সরবরিয়া খানম দড়িয়া, মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত সব কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।