পুটখালী সীমান্তে কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারসহ আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে হামিদকে আটক করা হয়। ওই সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করে বিজিবি।

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালান। তারা পাঁচভুলোট গ্রামের রাস্তার উপর থেকে রানা হামিদ নামে এক যুবককে ইজিবাইকসহ আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

উদ্ধারকৃত সোনার মূল্য ৯৩ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা বলে জানায় বিজিবি।