হরিণের মাংসসহ দুই পাচারকারী গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে (২২ এপ্রিল) উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলেন- উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। রাতে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যওয়ার সময়, তাদের হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জব্দ করা হরিণের মাংস শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তরিকুল ইসলাম তারেকের বলে গ্রেফতার ব্যক্তিরা স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ওসি।