‘ইয়াস’ আতঙ্কে আম পাড়ার ধুম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সতর্কতায় সাতক্ষীরায় আম পাড়ার ধুম পড়েছে। সমুদ্রের লঘুচাপ সৃষ্টির ফলে দক্ষিণের জেলা সাতক্ষীরায় এখন রসালো ফল আমের রামরাজত্ব। এ সময়ে কিছু আম পাড়ার সঠিক সময় হলেও লেংড়া ও আম্রপালি আম পাড়ার অনুমিত নেই। তবুও কৃষকদের ক্ষতি এড়াতে সব ধরনের আম পাড়ার ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ।

আর এ সুযোগ কাজে লাগাতে ফড়িয়ারা কৃষকদের নিকট থেকে সিন্ডিকেট করে সর্বনিম্ন দামে আম কিনছে বলে জেলার বিভিন্ন পাইকার বাজার থেকে খবর পাওয়া গেছে। জেলার তালার আমচাষী নুরুজ্জামান সরদার জানিয়েছেন, মৌসুমের শেষের দিকের আম লাভজনক হয়। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কারণে বিধিরাম। বাধ্য হয়ে ক্ষতি মেনে নিতে হচ্ছে।

আগামী ২৬ অথবা ২৭ তারিখে এ ঝড়ের কবলে পড়তে পারে বলে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সে কারণে মৌসুমি ফল দ্রুত বাজারজাত করতে চাষিরা তোড়জোড় শুরু করেছেন।