বাগেরহাটে করোনা শনাক্তের হার ৪৪ শতাংশ

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ শতাংশ। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর জেলার বিভিন্ন উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ১৩৬ জনের পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে। পৌরসভার প্রবেশদ্বারে চেকপোস্টের পাশপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সচেতনতার পাশাপাশি স্বস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বলেন, এ পর্যন্ত জেলায় ১০ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন, বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এসময়ের মধ্যে এক হাজার ৫৬৭ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।