খুমেকের ল্যাবে ২৪ ঘণ্টায় ২০০ জনের করোনা শনাক্ত

খুলনা প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৩৬টি নমুনা করোনা পরীক্ষায় ২০০ জন আক্রান্ত হিসেবে হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) রাত ৮টার দিকে কলেজের উপাধ্যক্ষ ও করোনা মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫৩৬টি নমুনার ৩৭৫টি খুলনা জেলার। বাকি নমুনা অন্যান্য জেলার থেকে আসা। পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯, বাগেরহাটের ৩১, যশোরের ৫, সাতক্ষীরার ৫, ঝিনাইদহের ৬ ও নড়াইল জেলার ৪ জন রয়েছেন। শনাক্তের হার ৩৭.৩১ শতাংশ।

এদিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে জুন মাস থেকেই রোগীর চাপ বাড়ছে। ফলে ধারণক্ষমতার বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালটিতে। ১০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালটিতে বর্তমানে ১৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ সামলাতে ফ্লোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে, তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৫১ জন রোগী ভর্তি ছিলো। তা বেড়ে এখন ১৫৪ জন হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১২৪ এবং বাকি ৩০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ ও এইচডিইউতে ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।