খুলনায় মৃত্যু ২০০ ছাড়ালো

সংক্রমণের ঊর্ধ্বমুখী অবস্থায় খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১। আর এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না ১২ জেলার করোনার ঊর্ধ্বগতি

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী খুলনায় একদিনে আক্রান্তের হার ২৭ শতাংশ।

সিভিল সার্জন বলেন, এ সময়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাত জন মারা গেছেন। এর মধ্যে চার জনই খুলনা জেলার। এ নিয়ে জেলায় করোনায় ২০১ জন মারা গেলেন।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া) দেবাশীষ বসাক বলেন, খুলনায় হঠাৎ সংক্রমণ হার অনেক বেড়ে গেছে। অথচ স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম হচ্ছে, চলছে অবাধ চলাফেরা। জনগণের একটি বড় অংশের মুখে কোনও মাস্ক নেই। একই রিকশায় তিন জন উঠছেন। অনেকে মাস্ক পকেটে রেখে অসচেতনতার পরিচয় দিচ্ছেন। আর এসব কারণে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।