করোনায় প্রবীণ চিকিৎসকের মৃত্যু

সাতক্ষীরায় করোনায় মারা গেলেন প্রবীণ চিকিৎসক ডা. আলী আশরাফ (৭০)। সোমবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কায়সারুজ্জামান হিমেল জানান, ডা. আশরাফ আলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহকারী সার্জন। তিনি বর্তমানে সাতক্ষীরা পৌরসভার চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা টেস্ট করে করোনা পজেটিভ আসে। সোমবার বিকালে করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যু হয় তার।

প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।