সাতক্ষীরায় আরও ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১৯ জনে। আর করোনায় মারা গেছেন মোট ৭৬ জন।

রবিবার (১১ জুলাই) সামেক হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮৬টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ।

ডা. জয়ন্ত কুমার বলেন, সাতক্ষীরায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। এ পর্যন্ত জেলায় চার হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।