সড়কে সরকারি কলেজের শিক্ষকসহ নিহত ২

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সরকারি কলেজের কলেজশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের একজন সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। অপরজন, এনামুল হক (৪০) চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল নিহত হন। আহত আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

ওসি মোস্তাফিজুর রহমান রতন জানান, এনামুল ও শফিউল আলম সকালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়ালটন কোম্পানির দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’