কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৪ মৃত্যু

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯৯৪ নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া ২৭৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১১০, দৌলতপুরে ৪৫, কুমারখালীতে ৩৪, ভেড়ামারায় ১৯, মিরপুরে ৩৩ ও খোকসায় ৩২ জন। জেলায় এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯৩ জন।