ভুল সিগন্যালে ট্রেনের ধাক্কায় দুই কিমি গড়িয়ে গেলো ১০টি ওয়াগন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ১০টি ওয়াগনকে ধাক্কা দিয়েছে মালবাহী একটি ট্রেন। এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত এবং দাঁড়িয়ে থাকা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘণ্টা আটকে থাকে।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, ভোরে স্টেশনের সামনে দুই নম্বর লাইনে ভারত থেকে আসা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন দাঁড়িয়ে ছিল। ওয়াগনগুলোতে কোনও ইঞ্জিন সংযোগ ছিল না। এ সময় যশোর সদরের সিঙ্গিয়া থেকে একটি মালবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ভুল সিগন্যালের কারণে মালবাহী ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলোকে ধাক্কা দেয়।

এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ৩ নম্বর লাইনের ওপর গিয়ে পড়ে। একই সঙ্গে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলো চলতে শুরু করে। প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার তালতলায় গিয়ে ওয়াগনগুলো থেমে যায়। খুলনা থেকে রিলিফ ট্রেন এনে ওয়াগনগুলো স্টেশনে ফিরিয়ে আনতে এবং লাইনচ্যুত খালি ওয়াগন দুটি উদ্ধারের কাজ শুরু হয়। সকাল ৮টার দিকে স্টেশনের ৩ নম্বর লাইন স্বাভাবিক হয়।

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনার কারণে খুলনাগামী দুটি ট্রেন আটকে ছিল। লাইন ক্লিয়ার করার পর সকাল ৮টার দিকে ট্রেন দুটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।