খুলনায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৪ জন।

মঙ্গলবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনায় ৯, কুষ্টিয়ায় ১০, যশোরে ৮, চুয়াডাঙ্গায় ৪, বাগেরহাটে ১, ঝিনাইদহে ২, মাগুরায় ১, মেহেরপুরে ও নড়াইলে ৪ জন করে রয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ১০২ জন চিকিৎসাধীন আছেন।

এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৯৮০ জন। এক হাজার ৯৯০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৩৫৪ জন।