কুষ্টিয়ার হাসপাতালে ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রায় দুই সপ্তাহ ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অনুদানে পাওয়া এসব হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট হাওয়ায় সেবা বঞ্চিত হচ্ছেন মানুষ। তবে ইতোমধ্যে এগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সরকারিভাবে ১৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। তবে হাসপাতালে রোগী বেশি হওয়ায় এই যন্ত্রের প্রয়োজন আরও বেড়ে যায়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ২০টি অনুদান হিসেবে দেয়। সবমিলিয়ে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা বেড়ে ৩৪টি হয়। এর মধ্যে ৩০টি রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছিল। বাকি চারটি স্থাপন করা হয়নি। এর মধ্যে ১১টি নষ্ট হয়ে যায়।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম বলেন, অনুদানে পাওয়া ১১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা নষ্ট হয়েছে। এগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।