খুলনা মেডিক্যালে একদিনে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনে তিন জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২ আগস্ট) বিভিন্ন সময়ে তারা ভর্তি হন। এদিকে ডেঙ্গু রোগীদের সুষ্ঠু চিকিৎসায় ‘ডেঙ্গু ওয়ার্ড’ তৈরির প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ আগস্ট) খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সজীব (৩২) নামে একজন ভর্তি হন। তিনি বাগেরহাটের কচুবুনিয়ার দেলোয়ারের ছেলে। সোমবার বিকাল ৬টার দিকে বাগেরহাটের বাঁশতলি এলাকার অপুর ছেলে অতিসকে (৪) ভর্তি করা হয়। এরপর রাত ৯টার দিকে ভর্তি করা হয় নড়াইলের লুটিয়ার কানু ঘোষের ছেলে লিংকন ঘোষকে (১০)।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের সুষ্ঠু চিকিৎসা দিতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য হাসপাতালের দুইটি স্থান নির্ধারণ করা হয়েছে। শুরুতে ১০ শয্যার একটি ওয়ার্ডের প্রস্তুতি চলছে। আগামী ৫ আগস্ট ডেঙ্গু ওয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মেডিক্যালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।