১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

চুয়াডাঙ্গার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর সকালের দিকে খুলনা থেকে কোনও ট্রেন ছাড়া হয়নি। সাড়ে ১১টার দিকে লাইন ক্লিয়ার হতে পারে—এমন তথ্য পেয়ে পরে ১০টার দিকে ট্রেনগুলো পর্যায়ক্রমে খুলনা স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়।          

পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

খুলনা থেকে ডিজেল নিয়ে উথলী রেলওয়ে স্টেশনে আসে মালবাহী ট্রেনটি। ক্রসিংয়ের জন্য ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে রবিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নাটোরের উদ্দেশে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪-১৫ নম্বর পয়েন্ট অতিক্রমকালে চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পাকশী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিগুলো উদ্ধার করে।