কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), একই গ্রামের বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও তার ভাই আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল হক (৩৬)। তবে অপরাধ প্রমাণ না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১৯ জুন গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল খানকে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ওই দিন নিহতের ছেলে নাজমুল খান দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ৭ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেন বিচারক।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, কৃষক আব্দুল হক হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।