ফার্মেসিতে মিললো ইয়াবার বিকল্প ওষুধ, আটক ১ 

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক্ষতিকর ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত ওষুধসহ একজনকে আটক করেছে। বুধবার (১ আগস্ট) রাতে মহানগরীর শান্তিধাম মোড় এলাকার এক ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ দুই ধরনের ওষুধ জব্দ করা হয়। এসময় ফার্মেসির মালিক মোস্তাফিজুর রহমান (৪৫) নামে একজনকে আটক করা হয়।

অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আতাউর রহমান বলেন, ফার্মেসি থেকে ইয়াবার বিকল্প হিসেবে সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রি নিষিদ্ধ ওষুধ সউদ্ধার হয়। এ ঘটনায় ফার্মেসির মালিক মোস্তাফিজুরকে আটক করা হয়। এসময় ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হওয়া নিষিদ্ধ ওষুধ চড়া দামে বিক্রির বিষয়টি স্বীকার করেন তিনি।

ফার্মেসি মালিক আরও জানান, জব্দ হওয়া ওষুধ ‘খ’ শ্রেণির তফসিলভুক্ত মাদক হিসেবে চিহ্নিত হয়েছে। ওই ওষুধে ইয়াবার অ্যামফিটামিন উপাদান থাকায় সেবনকারীদের ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়। যা ইয়াবার থেকেও ভয়ঙ্কর।