মাকে মারধরের প্রতিবাদ করায় ভাইদের পিটুনিতে যুবক নিহত

যশোরে পারিবারিক কলহের জেরে ভাইদের পিটুনিতে এনামুল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এনামুল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্ত্রী রিক্তা বেগম সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের একপর্যায়ে সকালে এনামুলের ভাইয়েরা তার মা নবিছোন নেছাকে মারপিট করছিলেন। এর প্রতিবাদ করায় ভাই কামাল, কুরবান, রবিউল ও ভাইপো শান্ত এনামুলকে মারপিট করেন। এতে এনামুল গুরুতর আহত হন। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, পারিবারিক দ্বন্দ্বে ভাই-ভাইপোদের পিটুনিতে এনামুল মারা গেছেন বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আরও দুই জন আহতের খবর পেয়েছি। তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে তাদের বিস্তারিত পরিচয় তিনি জানাননি।