বেনাপোল বন্দরে যাত্রী যাতায়াত বেড়েছে 

ভারতফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রত্যাহারের পর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত বেড়েছে। দুই দিনে ভারত গেছেন এক হাজার তিন জন। আর ৩৭১ জন ফিরেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ৫০৬ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে মেডিক্যাল ভিসায় ভারত গেছেন। এ নিয়ে গত দুই দিনে মেডিক্যাল ভিসায় ভারত গেলেন এক হাজার ৩৭৪ জন। এই সময়ের মধ্যে ভারত থেকে দেশে ফিরেছেন ৩৩৫ জন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. মুজিবুর রহমান জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল হওয়ায় মেডিক্যাল ভিসায় যাত্রী যাতায়াত অনেক বেড়েছে। দুই দিনে শুধু চিকিৎসার জন্য এক হাজার তিন জন বাংলাদেশি যাত্রী ভারত গেছেন। 

শার্শা উপজেলা করোনা প্রতিরোধে কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে গতকাল থেকে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন উঠে যাওয়ায় চিকিৎসার জন্য ভারতে যাতায়াত বেড়েছে। বেনাপোলের ১৪টি হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সব যাত্রীকে আজ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার জনের।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, গতকাল বুধবার থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।