হাসপাতালের শৌচাগারে রোগীর লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা বেগম নামে (৬৩) এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। মালেকা বেগম হারদি কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের পীড়া ও হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মালেকা বেগম। গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হারদির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত তিন দিন চিকিৎসা নিয়ে সুস্থবোধ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তাকে মহিলা ওয়ার্ডের বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাতে এক রোগী বাথরুমে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে কর্তব্যরত চিকিৎসকরা ছুটে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মাসুক রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে মালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এরপর তার শারীরিক অবস্থা উন্নতি হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।