অচিরেই কৃষিপণ্য রফতানি করবো: কৃষিমন্ত্রী

আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘দুর্যোগজনিত সংকট মোকাবিলা করে উৎপাদন ধারাবাহিকতা বজায় রেখে আমরা অচিরেই কৃষিপণ্য রফতানি করবো। বাংলাদেশ কৃষিতে বহুদূর এগিয়েছে। এখন মাঠ ঘাট কৃষি সম্পদে ভরে উঠছে।’

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আমাদের পুষ্টির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ এবং সংরক্ষণ উপযোগী করে তুলতে হবে। এক সময় আমাদের দেশে খাদ্যের ঘাটতি ছিল। এখন আমাদের খাদ্য উদ্বৃত্ত। দেশের জনগণের চাহিদা মেটাতে অনেক সময় কিছু পণ্য বিদেশ থেকে আনতে হয়। সেগুলো খুব দ্রুত আমরা নিজেরা উৎপাদন বাড়িয়ে বিদেশে রফতানি করবো।’

কোনও জমি পতিত না রেখে কৃষি পণ্য উৎপাদনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার সার বীজ ও প্রয়োজনীয় ওষুধপত্র আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবে। সাতক্ষীরা জেলা দুর্যোগপ্রবণ হলেও এখানে উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন এলাকায় যায়। এটা এক সাফল্য।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তারা আমাদের সমর্থন পাবে না কোনও দিন। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নির্বাচনের একটিই কৌশল তা হলো, নৌকার প্রার্থীকে ভোট দেওয়া।’

২৮৩ কৃষকের উপস্থিতিতে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা ১ ও ২ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও মীর মোস্তাক আহমেদ রবি, সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বাংলদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বাংলদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বাংলদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম,  সাতক্ষীরা কৃষি উপপরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ।