বৃষ্টিতে ভোটকেন্দ্রের চাল দিয়ে পড়ছে পানি 

খুলনায় রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (২০ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। এ অবস্থার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃষ্টিতে বিভিন্ন কেন্দ্রের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ছাতা মাথায় ও বৃষ্টিতে ভিজে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা গেছে।

বৃষ্টির কারণে অনেক কেন্দ্রে ভোটগ্রহণে বিভিন্ন সমস্যার অভিযোগ উঠেছে। চেচুয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ছয়টি বুথের স্থলে পাঁচটি বুথ রয়েছে। আর বৃষ্টির কারণে এক কক্ষে করা হয়েছে দুটি বুথ। এতে করে স্বাস্থ্যবিধি হয়েছে উপেক্ষিত। ভোটগ্রহণে সৃষ্টি হয়েছে গাদাগাদি অবস্থা।

চেচুয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাওন আহমেদ বলেন, বৃষ্টির কারণে টিনের চাল দিয়ে পানি পড়ছে। এর ফলে ভোটগ্রহণ কঠিন হচ্ছে। সুষ্ঠু কার্যক্রমের জন্য এক কক্ষে দুটি করে বুথ দিয়ে ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।