৬ মাসের ব্যবধানে ভুয়া চিকিৎসকের দ্বিতীয়বার কারাদণ্ড

খুলনার ডুমুরিয়া উপজেলা সদর থেকে তন্ময় অধিকারী (২৭) নামে ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছয় আগেও তাকে একই অপরাধে দণ্ড দেওয়া হয়েছিল।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, র‌্যাব-৬-এর সদস্যরা সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদর বাজারের রাজ মেডিক্যাল ফার্মেসির সামনের চেম্বারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। র‌্যাব সদস্যরা দেখতে পান, কথিত চিকিৎসক তন্ময় অধিকারী জেনারেল মেডিসন, মা ও শিশু রোগে অভিজ্ঞ, ডিএমএফ, ঢাকা, বিএম অ্যান্ড ডিসি, রেজি. নং- ডি-১১৬৪২, এফপি ২৫০ শয্যা হাসপাতাল খুলনা এই ভুয়া পরিচয় সাইনবোর্ড এবং ভিজিটিং কার্ডে ব্যবহার করেন। সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০-এর ২৯ (১১) ধারা মোতাবেক শুনানি করেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে অভিযুক্তকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে খুলনা কারাগারে পাঠান।

উল্লেখ্য, চিকিৎসক পরিচয় দানকারী তন্ময় অধিকারী ডুমুরিয়ার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক পরিচয়ে পরিচিতি লাভ করেন। পরে তিনি নিজেই সেখান থেকে বেরিয়ে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন। এ ঘটনায় প্রায় ছয় মাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। আদালতের মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় পুনরায় রাজ মেডিক্যাল ফার্মেসির সামনে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন তিনি।