খুলনার ইজিবাইক চালকের লাশ মিললো নড়াইলে

খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি এলাকার ইজিবাইক চালক রাজু শেখ (২২) গত ৩০ সেপ্টেম্বর নিখোঁজ হন। ১ অক্টোবর এ ব্যাপারে রূপসা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এরপর গতকাল রবিবার সন্ধ্যায় নড়াইলের নড়াগাতির একটি বিল থেকে তার লাশ উদ্ধার হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রুখসানা খাতুন বলেন, রাজুর গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়। তার ইজিবাইক ছিনতাই হয়েছে। আজ নড়াইলে রাজুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক তদন্ত করা হবে।

নিহতের বাবা ইসলাম শেখ বলেন, রূপসার সেনেরবাজার থেকে ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ৫০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে তেরখাদার মাথাভাঙ্গার দিকে যান রাজু। এরপর থেকে ইজিবাইকসহ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার স্ত্রী মুসলিমা ১ অক্টোবর রূপসা থানায় একটি জিডি করেন। 

পরে নড়াইলের নড়াগাতিতে রাস্তার পাশে রাজুর জুতা দেখে চিনতে পেরে আশাপাশ এলাকায় খোঁজ-খবর নেওয়া হয়। এক পর্যায়ে বিলের মধ্যে পুঁতে রাখা রাজুর লাশ পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। রাজুর দুইটি মেয়ে শিশু রয়েছে।