৩১৮টি ভারতীয় সিম কার্ডসহ গ্রেফতার ১

অবৈধভাবে আসা মোবাইল ফোনের ৩১৮টি ভারতীয় সিম কার্ড কুরিয়ার যোগে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৪ অক্টোবর) র‌্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, সোমবার সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে এসব সিম কার্ড জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মাসুদ রানা (২৫) নামে ওই যুবককে।

ইশতিয়াক হোসাইন বলেন, ‘এসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা।’

তিনি আরও জানান, মোবাইল ফোনের সিমসহ হাতেনাতে আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।