মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঠিকাদারকে গুলি?

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ার কারণেই ঠিকাদার সিরাজুল ইসলাম মনোজের (৪০) ওপর গুলি চালানো হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ঠিকাদারের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে দুই জনের নামে বাগেরহাট মডেল থানায় শনিবার (৯ অক্টোবর) একটি মামলা করেন। পরে ডিবি পুলিশ রবিবার (১০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে দুলাল আকন (৩৫) নামে একজনকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার করে।

দুলালের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি শহরের পশ্চিম হাড়িখালী এলাকার শাহাজাহান আকনের ছেলে। মামলার বিবরণে দুলাল আকনকে মাদক ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। তার অবৈধ কার্যক্রমে বাঁধা দেওয়ার কারণেই ঠিকাদারের ওপর গুলি চালানোর অভিযোগ করা হয়। 

বাগেরহাট মডেল থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদারকে গুলি করার মামলায় দুলাল আকন নামের একজনকে আটক করা হয়েছে। আটক দুলালের নামে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে ছিল। 

উল্লেখ্য, শুক্রবার (৮ অক্টোর) সন্ধ্যায় বাগেরহাট শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম মনোজ গুরুতর আহত হন। এ ঘটনার পর বাগেরহাট শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।