এক বছরের সাজা এড়াতে ৮ বছর পলাতক

চেক প্রতারণার মামলায় ২০১৩ সালে এক বছরের সাজা হয় জয়নুল আবেদীন জনি ওরফে তৌফিকের (৩৯)। সেই সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন আট বছর। তবে শেষ রক্ষা মেলেনি।

রবিবার (১০ অক্টোবর) তাকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গার বেলগাছি মাদ্রাসাপাড় এলাকার মো. নুরুল হোসেনের ছেলে জয়নুল আবেদীন।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সদর থানার এসআই শামীমের নেতৃত্বে ঢাকা থেকে গ্রেফতার করা হয় জয়নুলকে। আজ বিকালে চুয়াডাঙ্গায় আনার পর তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

ওসি জানান, ২০১০ সালে ঢাকায় পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন জয়নুল। ২০১২ সালে ঋণ নিয়ে সিলেটে ট্রান্সপোর্ট ও মোটর পার্টসের ব্যবসা শুরু করেন। তার ঋণের পরিমাণ বেড়ে ২০১৩ সালে প্রায় আড়াই কোটি টাকায় দাঁড়ায়। বিভিন্ন সময়ে ঢাকা ও চুয়াডাঙ্গা আদালতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। ওই বছরই সাজা হয় তার। এরপর থেকে পালিয়ে ছিলেন তিনি। তার বিরুদ্ধে ছয়টি সাজা পরোয়ানাসহ ১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।