বিএনপি-জামায়াতের ইন্ধনেই কুমিল্লার ঘটনা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যেটা ঘটেছে, সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসে ঘটানো হয়েছে। যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষাকাতর, সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

হানিফ বলেন, একটা মন্দিরে দুর্গোৎসব হচ্ছে, সেখানে কোনও হিন্দু ধর্মের লোক পবিত্র কোরআন শরীফ রাখবে, সেটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করা যায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার ইতোমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্সি মাঠে রয়েছে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশকে অস্থিশীল করতে চায়, তাদের কঠোর হাতে দমন করা হবে।