কবে প্রণোদনা পাবেন খুলনার ৮০৩ নার্স?

খুলনায় করোনাকালীন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী ৮০৩ নার্স এখনও প্রণোদনা পাননি। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৮২, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ১৭৩ ও খুলনা সিভিল সার্জন অফিসের আওতায় ১৪৮ নার্স রয়েছেন।

মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েও প্রণোদনা পাচ্ছেন না তারা। গত বছর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ জনের নামে প্রণোদনার পাঁচ লক্ষাধিক টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু কারা পাবেন তা নির্দিষ্ট করা না থাকায় সে অর্থ ফেরত পাঠানো হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রণোদনার জন্য মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েই যাচ্ছি। এখনও বরাদ্দ পাইনি। গত বছর ১০ জনের বরাদ্দ এলেও তালিকা নির্দিষ্ট না থাকায় তা ফেরত দেওয়া হয়। এখন পর্যন্ত আর কোনও বরাদ্দ আসেনি।’

khulna1

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘সিভিল সার্জন অফিসের আওতাভুক্ত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪৮ নার্স করোনাকালীন দায়িত্ব পালন করেছেন। কিন্তু একাধিকবার চিঠি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনও ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। আবার তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে।’

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক রাবেয়া পারভীন বলেন, ‘হাসপাতাল থেকে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ৪৮২ নার্স। যাদের তালিকা পাঠানো হয়েছিল। এখনও বরাদ্দ আসেনি। কবে প্রণোদনা পাবেন নার্সরা তা আমাদের জানা নেই।’

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ১৭৩ নার্স। তারা এখনও প্রণোদনা পাননি।

আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘নার্সদের জন্য প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে। এখন আয়কর কর্তন সংক্রান্ত নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই নার্সদের প্রণোদনার অর্থ দেওয়া হবে।’